ঢাকা: বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের পরিবারকে সান্ত্বনা দিতে সোমবার তার গুলশানের বাসায় যান বিএনপিপন্থি পেশাজীবী নেতৃবৃন্দের ৫ সদস্যের একটি দল।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ ছাড়াও এই দলে ছিলেন সাবেক সচিব ও প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী, কৃষিবিদ হাসান জাকির তুহিন প্রমুখ।
পেশাজীবী নেতৃবৃন্দ এ সময় সালাহউদ্দিন আহমেদের পরিবারকে সান্ত্বনা প্রদান করেন। সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ কান্নাজড়িত কণ্ঠে তার স্বামীকে খুঁজে পেতে সরকার সহ সব মহলের সহযোগিতা কামনা করেন।
শওকত মাহমুদ সালাহউদ্দিন আহমেদের সঙ্গে ছাত্রজীবন থেকে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে স্মৃতিচারণ করেন।
তিনি অভিযোগ করে বলেন, সালাহউদ্দিনকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ভূমিকা পালন করছে না। তবে সরকার সালাহউদ্দিনকে খুঁজে বের করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫