ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

শেরপুরে সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
শেরপুরে সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে গাড়ি পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি শহর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইমন সরকারকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) ভোরে পুলিশ শহরের টাউন কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পরে দুপুর দেড়টায় তাকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়।

গ্রেফতারকৃত ইমন সরকার শহরের টাউন কলোনি এলাকার বাবলু সরকারের ছেলে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে শেরপুর থানায় গাড়ি পোড়ানোর মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।