শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে গাড়ি পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি শহর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইমন সরকারকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) ভোরে পুলিশ শহরের টাউন কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইমন সরকার শহরের টাউন কলোনি এলাকার বাবলু সরকারের ছেলে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে শেরপুর থানায় গাড়ি পোড়ানোর মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫