ঢাকা: হরতাল-অবরোধে পেট্রোলবোমা হামলায় অর্থ যোগানদাতা ও পৃষ্ঠপোষকরা যাতে সিটি নির্বাচনে প্রচারণা চালাতে না পারে, সে ব্যাপারে নির্বাচন কমিশনকে কঠোর পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
সোমবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, সিটি নির্বাচন বিএনপি’র সুস্থ রাজনীতিতে আসার সুযোগ। আমরা আশা করি, তারা এটাকে কাজে লাগাবেন। এ নির্বাচনের মাধ্যমে তারা নিজেদের জনপ্রিয়তাও যাচাই করতে পারবেন। এজন্য অন্তত তাদের এ নির্বাচনে আসা উচিত।
বিএনপি’র উদ্দেশে তিনি বলেন, হরতাল-অবরোধ প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে সুস্থ রাজনীতিতে আসুন।
সংগঠনের উপদেষ্টা খন্দকার এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল হাই কানু, হুমায়ূন কবির, রেজাউল করিম, সাম্যবাদী দলের হারুণ চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫