ঢাকা: ‘সরকারের শক্ত অবস্থানের কারণে জঙ্গিবাদী স্টাইলে আন্দোলন করতে পারেনি সন্ত্রাসীরা’। মঙ্গলবার এই মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, ‘যারা আন্দোলন করেছে তারা জঙ্গিবাদী স্টাইলে আন্দো্লন করতে চেয়েছিলো । কিন্তু সরকারের শক্ত অবস্থানের কারণে তা সম্ভব হয়নি। ’
মঙ্গলবার এফডিসির ৮ নং ফ্লোরে অনুষ্ঠিত ছায়া সংসদের আদলে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সহিংসমুক্ত রাজনীতিই পারে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে’ বিষয়ে আয়োজিত পাবলিক পার্লামেন্ট গ্রান্ড ফাইনাল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘বিরোধী দলের আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয় এটা শুধু সন্ত্রাস ও জঙ্গিবাদ। এ আন্দোলনের মাধ্যমে তারা আন্তর্জাতিক মহলে শুধু খারাপ ম্যাসেজ দিতে পেরেছে। আর কিছু না।
আজকের বিতর্কে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, মাতৃভূমিকে নিয়ে যে দেশের তরুণ প্রজন্ম এত চিন্তা করতে পারে আমি নিশ্চিত সে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে ২০২১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না।
ব্লগার হত্যার ঘটনা সম্পর্কে তিনি বলেন, তাকে যারা হত্যা করেছে তারা জঙ্গিবাদে বিশ্বাসী। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করতে গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে সরকার।
তিনি বলেন, ‘শুধু সহিংসতামুক্ত রাজনীতিই নয় সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা ছাড়া বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব নয়। ’
অনুষ্ঠানে স্পিকার এবং সভাপতিত্ব করেছেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে পরস্পর মুখোমুখি প্রধান দুই দলের সহিংস অবস্থান দেশকে ক্ষতিগ্রস্থ করছে। এটা প্রতিহত করতে হবে।
এ সময় তিনি সরকারের সদিচ্ছার মাধ্যমে আসন্ন সিটি নির্বাচন কমিশন সব পক্ষের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিও জানান।
চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সরকারি দল বিজিএমইএ ইউনিভার্সিটি, রানার আপ হয় বিরোধী দল ইউনির্ভাসিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি এবং তৃতীয় স্থান অর্জন করে ইডেন মহিলা কলেজ।
বিজয়ী তার্কিকদের পুরস্কার হিসেব নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন বাণিজ্য মন্ত্রী।
বিজিবএমইএর’র প্রেসিডেন্ট আতিকুল ইসলাম, বিজিএমইএর ভিসি প্রফেসর ড. সৈয়দ মাসুদ আহমেদ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আযোজক সংগঠনের কো-অর্ডিনেটর তারিকুল ইসলাম তনু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫