ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

সমুদ্র বিজয় অর্থনীতিতে বিপ্লব ঘটাবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
সমুদ্র বিজয় অর্থনীতিতে বিপ্লব ঘটাবে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: সমুদ্র বিজয় যুগ যুগ ধরে বাংলাদেশের অর্থনীতিতে বিপ্লব ঘটাবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মো. ছায়েদুল হক।

শনিবার (০৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর সার্কিট হাউস মিলনায়তনে মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য বলেন।



মন্ত্রী বলেন, নদীতে পূর্বের প্রবাহ আনতে ড্রেজিং চলছে। কারণ নদীর নাব্যতা সংকট ইলিশ মাছ উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলে। এ ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক।

তিনি বলেন, চার দলীয় জোট এবং পরবর্তী সরকারের আমলে (২০০৪-০৫ হতে ২০০৭-২০০৮ পর্যন্ত) জাটকা শিকারি জেলেদের মোট ৬ হাজার ৯০৬ মেট্রিক টন ত্রাণের চাল দেও য়া হয়। অথচ বর্তমান সরকারের আমলে গত ছয় বছরে ২লাখ ২৪ হাজার ১০২টি পরিবারকে (২০০৮-০৯ থেকে ২০১৪-১৫ পর্যন্ত) মোট ১ লাখ ৫৮ হাজার ৭৮১ মেট্রিক টন খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছরে জাটকা সংরক্ষণে ১ বছর মেয়াদে রাজস্ব বাজেটের আওতায় একটি কর্মসূচি এবং ২০১৬-১৭ অর্থ বছর হতে ৫ বছর মেয়াদে একটি নতুন ইলিশ ব্যবস্থাপনা প্রকল্প প্রণয়ন করা হবে। মা ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারি জেলেকে ভিজিএফের ত্রাণ দেওয়া হবে।

এছাড়া ইলিশ ও জাটকা জেলেদের জীবনমান  উন্নয়নে দাতা সংস্থার সহায়তায় ইলিশ ট্রাস্ট ফান্ড গঠন প্রক্রিয়াধীন রয়েছে বলেও মন্ত্রী জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার (এসপি) মো. আমির জাফর, জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মো. শামছুল হক ভূইঁয়া প্রমুখ।

গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া মৎস্য সপ্তাহ চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।