ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

শ্রমিক-কর্মচারী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সমাবেশ ও মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
শ্রমিক-কর্মচারী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সমাবেশ ও মিছিল ছবি : জিএম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: হরতাল-অবরোধে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত শ্রমিক সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে।

সমাবেশ স্থল মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ গিয়ে শেষ হবে।



রোববার (৫ এপ্রিল) বিকেলে সমাবেশ শেষে সাড়ে ৪টার পর মিছিলটি শুরু হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শ্রমিক নেত্রী ও সংসদ সদস্য শিরিন আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
এসইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।