যশোর: কোনো নির্বাচনেই সরকার হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার (০৫ এপ্রিল) দুপুরে মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে ইতোপূর্বে নির্বাচন সুষ্ঠু হয়েছে। সরকার কোথাও কোনো হস্তক্ষেপ করেনি। এবারও সিটি কর্পোরেশন নির্বাচনসহ সব নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। কোনো নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না।
এর আগে যশোর মেডিকেল কলেজের কনফারেন্স রুমে কলেজের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ূন কবীর, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ এএইচএম মাহবুব-উল মওলা চৌধুরী, যশোরের পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
পিসি