ঢাকা: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী মাহি বি চৌধুরী ভদ্রবেশী শয়তান আর বিএনপি নেতা মির্জা আব্বাস বোমাবাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীরা দৈনদশা ভুগছেন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বিএনপির দৈনদশা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে একজন প্রার্থী খুঁজে পাচ্ছে না।
তিনি বলেন, ঢাকার সব বোমা নিক্ষেপ ও অর্থায়নে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের ইন্ধন ছিলো। বাংলাদেশের মানুষ আর পেট্রোলবোমা নিক্ষেপকারীদের ভোট দেবে না।
মাহি বি চৌধুরীর সমালোচনা করে তিনি বলেন, বিএনপি নাকি মাহি বি চৌধুরীকে সমর্থন দেবে। যে ট্রেন লাইন ধরে ধাওয়া খেয়ে পালিয়েছে, শেষ পর্যন্ত তার কাছে বিএনপি আশ্রয় নিচ্ছে। মাহি ১/১১’র কুশীলব, ভদ্রবেশী শয়তান। তার ব্যাপারে সর্তক থাকতে হবে। ভদ্রবেশী শয়তানদের মানুষ ভোট দেবে না।
এ সময় বোমাবাজ আর শয়তানদের ভোট না দিতে নগরবাসীর প্রতি আহ্বানও জানান তিনি।
হাছান মাহমুদ বলেন, ব্যর্থতা তুলে ধরলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয় না। মঞ্জুর আলম চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় জলাবদ্ধতা, আর্বজনা সরানোসহ সর্বক্ষেত্রে ব্যর্থ। পেট্রোলবোমায় অর্থায়ন করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
হরতাল আদালতের বিরুদ্ধে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, উচ্চ আদালতের রায়ে জামায়াত যে হরতাল ডেকেছে, তা আদালতের প্রতি চূড়ান্ত অবজ্ঞা ও অবমাননা।
খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘আপসহীন’ দাবি করে তিনি (খালেদা) ২১ ফেব্রুয়ারি ও ২৬ মার্চ ঘর থেকে বের হননি। আপসহীন নেত্রী এবার জনগণের কাছে এবং শেখ হাসিনার কাছে নিঃশর্ত আত্মসর্মপণ করে ঘর থেকে বের হয়েছেন।
পেট্রোলবোমায় যে দু’শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে তাদের স্বজনদের দ্বারে দ্বারে গিয়ে খালেদা জিয়াকে ক্ষমা চাইতে বলেন তিনি।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলক হক, সংসদ সদস্য হাজী সেলিম, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এমএ করিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫/আপডেট: ১৫৩২ ঘণ্টা
আরইউ/এলকে/টিআই/এএ