ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

প্রার্থিতা পেতে আপিলে গেলেন মিন্টু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
প্রার্থিতা পেতে আপিলে গেলেন মিন্টু

ঢাকা: মনোনয়নপত্র বাতিল বহাল রেখে হাইকোর্টের রিট আবেদন খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির কাছে এ আপিল করেন মিন্টুর আইনজীবী বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে মঙ্গলবারই আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

সোমবার (০৬ এপ্রিল) মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মিন্টুর রিট আবেদন খারিজ করে দেন বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ। এর আগে রোববার (০৫ এপ্রিল) এ রিট আবেদন করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

গত ২৯ মার্চ ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে মিন্টুর মনোনয়নপত্র দাখিল করলেও তা বাতিল হয়। গত ১ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ের সময় আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা।  

পরদিন ২ এপ্রিল আইনজীবীর মাধ্যমে আপিল কর্তৃপক্ষ ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানের কাছে আপিল করেন মিন্টু। শনিবার (৪ এপ্রিল) সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুনানি শেষে আপিল আবেদন নামঞ্জুর করেন বিভাগীয় কমিশনার।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।