ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাবিতে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
ঢাবিতে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায়ের রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ায় দেশব্যাপী জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

মধুর ক্যান্টিন থেকে মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন সড়ক ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, আদালতের রায় অমান্য করে হরতাল ডেকে এইচএসসি পরীক্ষার্থীদের বিপাকে ফেলার চেষ্টা করছে জামায়াত। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ তাদের এ হরতালকে প্রতিহত করে শিক্ষার্থীদের পাশেই থাকবে।

আদালতের রায় অনুযায়ী, অবিলম্বে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করতে সরকারের কাছে দাবি জানান তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, আদালত থেকে খালেদা যখন বাসায় ফিরলেন তখন তাকে সংবর্ধনা জানানোর জন্য দলের নেতাকর্মীরা ছিলেন না। ছিলেন পরিবারের দু’একজন সদস্য। এতে বোঝা যায়, জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে।

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীদের পক্ষে কাজ করতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নাজমুল।

ঢাবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর শরীফের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি জয়দেব নন্দী, সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুল কবির রাহাত, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান তারেক, সমাজসেবা বিষয়ক সম্পাদক কাজী এনায়েত, পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, দফতর সম্পাদক শেখ রাসেলসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
এসএ/এসএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।