ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তাবিথ আউয়াল মিন্টু ও মাহি বি চৌধুরীর মধ্যে কে পাচ্ছেন বিএনপির সমর্থন তা জানা যাবে বৃহস্পতিবার রাতেই।
নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, এদিন রাতে ‘আদর্শ ঢাকা গড়া আন্দোলন’-এর আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় বৈঠক করবেন।
বৈঠক শেষেই সংবাদ মাধ্যমকে জানিয়ে দেওয়া হবে, কে হচ্ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি তথা ২০ দলীয় জোট সমির্থত প্রার্থী। যিনি ‘আদর্শ ঢাকা গড়া আন্দোলন’-এর ব্যানারে উত্তর সিটিতে মেয়রপদে ভোটযুদ্ধে নামবেন।
খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বাতিলের পর ছেলে তাবিথ আউয়াল ও বিএনপির সাবেক মহাসচিব ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর (বি চৌধুরী) ছেলে মাহি বিচৌধুরীর মধ্যে কাকে সমর্থন দেওয়া হবে তা নিয়ে গত কয়েকদিন ধরে বিএনপিতে চলছিলো নানা কানাঘুষা।
সূত্র জানিয়েছে ‘আদর্শ ঢাকা গড়া আন্দোলন’-এর নেতাদের সঙ্গে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠেয় বৈঠকের মধ্য দিয়ে অবসান হতে পারে এই কানাঘুষার।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
এমএম/এজেড/জেডএম