ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

আব্বাসের জন্য ৫৭ কমিটি!

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
আব্বাসের জন্য ৫৭ কমিটি! মির্জা আব্বাস

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচার প্রচারণা চালানোর জন্য ৫৭টি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির নেতৃত্বে আছেন স্থানীয় বিএনপির সভাপতি, আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনাররা।



তবে এখন পর্যন্ত আব্বাসের নির্বাচন পরিচালনার জন্য কোনো সমন্বয়কারী নিয়োগ করা হয়নি। আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসই প্রচার-প্রচারণার পাশাপাশি সমন্বয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে আব্বাসের প্রেসউইং কর্মকর্তা জাহাঙ্গীর আলম মিন্টু বাংলানিউজকে বলেন, সমন্বয়কারী নিয়োগের ব্যাপারটি ১০ এপ্রিলের (শুক্রবার) মধ্যে ফায়সালা হবে।

এদিকে গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের সব কিছু দেখ-ভালের দায়িত্ব পালন করছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। খালেদা জিয়ার নির্দেশে তিনিই সব কিছু পর্যবেক্ষণ করছেন।

সূত্র জানায়, প্রতিকূল পরিস্থিতে ঢাকার ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের যারা যার সময়-সুযোগ মতো বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিল প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে কেন্দ্রের নির্দেশে মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করছেন।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা দক্ষিণে মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস যেখানেই জনসংযোগে যাচ্ছেন সেখানেই স্থানীয় নেতা-কর্মীরা তার সঙ্গে যোগ দিচ্ছেন। ধারণা করা হচ্ছে, ধরপাকড় না হলে সামনের দিনগুলোতে বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠবে।

এদিকে ঢাকা দক্ষিণে প্রার্থী সমর্থনের বিষয়টি ঝুলে থাকায় এখন পর্যন্ত বিএনপি নেতা-কর্মীদের সেভাবে মাঠে দেখা যাচ্ছে না। তাবিথ আউয়াল বা মাহি বি চৌধুরীর মধ্যে যে কোনো একজনকে সমর্থন জানালে দুয়েকদিনের মধ্যে জমে উঠতে পারে বিএনপির উত্তরের প্রচার প্রচারণা।

সূত্রমতে, বৃহস্পতিবার ‘রাতেই আদর্শ ঢাকা গড়া আন্দোলন’-এর নেতাদের সঙ্গে বসে উত্তরের প্রার্থী ঠিক করে ফেলবেন খালেদা জিয়া।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
এমএম/এজেড/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।