ঢাকা: জামিনে মুক্তি পেয়েছেন কেন্দ্রীয় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বেলা পৌনে ১টায় তিনি কাশিমপুর কারাগার থেকে তিনি জামিনে ছাড়া পান।
বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।
সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার দুই মামলায় গত ২৪ মার্চ রোববার জামিন পান মোয়াজ্জেম হোসেন আলাল।
হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. আমির হোসেনের অবকাশকালীন বেঞ্চ উভয় মামলায় আলালকে ছয় মাসের জামিন দেন।
এর আগে ২৭ ডিসেম্বর শনিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর লালমাটিয়ার নিজ বাসা থেকে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ ডিসেম্বর দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর বকশীবাজার থেকে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত এলাকায় বিএনপি কর্মীদের সঙ্গে সরকার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষের মধ্যে ঢাকা মেডিকেলের সামনে হামলার শিকার হন নেত্রকোনার সংসদ সদস্য ছবি বিশ্বাস। এসময় হামলাকারীরা তার গাড়ি পুড়িয়ে দেয়, আহত হন তিনি নিজেও।
এই ঘটনার পর ছবি বিশ্বাসের ওপর হামলার অভিযোগে শাহবাগ থানায় এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে চকবাজার থানায় দুটি মামলায় হয়। গত ২৭ ডিসেম্বর শনিবার আটক হওয়ার পর আলালকে উভয় মামলায় গ্রেফতার দেখানো হয়।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এসকেএস/বিএস