নড়াইল: খালেদা জিয়া জনগণের প্রত্যাখ্যানের মুখে পরাজিত হয়ে দম ফেলার কৌশল হিসেবে সিটি নির্বাচনে অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) নড়াইল জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
দুপুর ২টায় নড়াইল শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইনু আরো বলেন, খালেদা জিয়া সাপের মতো খোলস পাল্টে রূপ বদল করেছেন মাত্র। উনি সন্ত্রাসী। যুদ্ধাপরাধীদের তার আঁচলের তলায় এখনো আশ্রয় দিয়ে চলেছেন।
জেলা জাসদের সভাপিত অ্যাড. হেমায়েত উল্লাহ হিরুর সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপি, সহ সভাপতি অ্যাড. রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, মঞ্জুরুল করীম, জাতীয় যুব জোট সভাপতি রোকনুজ্জামান রোকন, সাইফুজ্জামান বাদশা, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মেদ তুফান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এসআর