ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী আনিসুল হকের কাছে প্রায় ‘এক কিলোমিটার’ দাবি-দাওয়া তুলে ধরলেন তার নির্বাচনী এলাকার ভোটাররা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ের ফুটপাতে প্রায় এক কিলোমিটার সাদা কাপড় টাঙিয়ে তাতে কালো কালিতে হাতে লিখে এ দাবি-দাওয়া তুলে ধরেন তারা।
‘ঢাকা নাগরিক সমাজ’ নামে একটি সংগঠনের আয়োজনে এই ‘এক কিলোমিটার দাবি’ উত্থাপন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে দিনমজুর-রিকশা শ্রমিকসহ সর্বস্তরের জনতা।
‘কেমন ঢাকা চাই’ স্লোগানের ব্যানারটিতে মেয়র প্রার্থী আনিসুল হকের কাছে নগরবাসী যেসব দাবি তুলে ধরেছেন সেগুলোর মধ্যে রয়েছে- অপরাধমুক্ত ও মশামুক্ত নগরী গড়ার দাবি, নগরীতে খেলার মাঠ রাখার দাবি; সবুজ পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বস্তি ও নিরাপদ ঢাকা গড়ার দাবি। এছাড়া রয়েছে, যেখানে-সেখানে ঘরবাড়ি নির্মাণ সমগ্রী রাখা বন্ধ করার দাবি, ঘরভাড়া কমানোর দাবি এবং সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও আর্সেনিকমুক্ত ঢাকা গড়ার দাবি।
বিকেল ৪টায় সেখানে পৌঁছান মেয়র প্রার্থী আনিসুল হক। তিনি ঢাকাবাসীর দাবি-দাওয়া পড়ে সেগুলোর সঙ্গে একমত পোষণ করেন। আওয়ামী লীগ সমর্থিত এ মেয়র প্রার্থী বলেন, আমি ২২ দিন ধরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ লাখ পরিবারের কাছে যাচ্ছি। তাদের সঙ্গে একটু একটু করে পরিচিত হচ্ছি। তাদের চিনতে শুরু করেছি। আমি আমার শক্তি ও সাহস দিয়ে ঢাকা উত্তরের বাসিন্দাদের সুখ এনে দিতে চাই।
আনিসুল হক বলেন, আমি মানুষের সমস্যা, সম্ভাবনা ও স্বপ্নের কথা শুনছি, বুঝতে চেষ্টা করছি। এখানে দীর্ঘ এক কিলোমিটার লাইনে দাঁড়ানো মানুষ দেখে আমার শক্তি আরও বেড়ে গেছে। খোলা চিঠিতে যেসব দাবি তুলে ধরা হয়েছে তা বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করবো। ঢাকাবাসীর জন্য একটু সুখ এনে দিতে চাই।
এ সময় আনিসুল হকের সঙ্গে ছিলেন তার পত্নী রুবানা হক, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুস, হাসান আরিফ, সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, হাবিবুল বাশার সুমন, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, আক্তারুজ্জামান, ড. ইনামুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এসকে/এসএম/এসএন/এইচএ
** ঢাকাবাসীকে আনিসুল হকের খোলাচিঠি
** আনিসুল হকের নির্বাচনী ইশতেহার ১১ এপ্রিল