ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার সঙ্গে দেখা করলেন আবদুল আওয়াল মিন্টুর স্ত্রী-পুত্র

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
খালেদার সঙ্গে দেখা করলেন আবদুল আওয়াল মিন্টুর স্ত্রী-পুত্র খালেদা জিয়া ও তাবিথ আওয়াল মিন্টু

ঢাকা: বিএনপি নেতা আবদুল আওয়াল মিন্টুর স্ত্রী নাসরিন আওয়াল মিন্টু ও ছেলে তাবিথ আওয়াল মিন্টু দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।  

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে তারা গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসায় যান।

রাত ১১টায় সেখান থেকে বের হন তারা। দায়িত্বশীল একটি সূত্র বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তরের মেয়রপ্রার্থী হিসেবে তাবিথ আউয়ালকে সমর্থন দেওয়ায় আবদুল আউয়াল মিন্টুর পরিবার ধন্যবাদ জানাতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু ও তার ছেলে তাবিথ আওয়াল মিন্টু মনোনয়নপত্র দাখিল করলেও নির্বাচন কমিশন আবদুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করে। উচ্চ আদালতে আপিল করলেও সেটি খারিজ হয়ে যায়।

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের মেয়র পদে প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালকেই সমর্থন দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫/আপডেট: ০০২৩
এডিএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।