ঢাকা: হরতাল-অবরোধের নামে মানুষ হত্যা করে বাংলাদেশের উন্নয়ন যাত্রাকে ব্যাহত করা যাবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।
রোববার (২৯ মার্চ) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘নিরীহ মানুষ হত্যা-ধর্ম বিরোধী কাজ, আমরা সবাই এর বিরুদ্ধে রুখে দাঁড়াই’ স্লোগানকে সামনে রেখে এ মানববন্ধনের আয়োজন করে ইন্টার রিলিজিয়ান হারমনি সোসাইটি (আইআরএইচএস)।
২০ দলীয় জোটের আন্দোলন ব্যর্থ হয়েছে দাবি করে মানববন্ধনে নারায়ণ চন্দ্র চন্দ বলেন, যে আন্দোলনে জনগণের অংশগ্রহণ থাকে না, সেই আন্দোলন কোনো দিন সফল হয় না। বিএনপির আন্দোলনে জনগণের সমর্থন ছিলো না। তাই তাদের আন্দোলনও ব্যর্থ হয়েছে।
বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করাই বিএনপির মূল লক্ষ্য ছিলো বলেও এ সময় তিনি মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক অধিকারের নামে বিএনপি যে আন্দোলন করছে, সেটা মূলত সন্ত্রাসী আন্দোলন। জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা এখন হরতাল-অবরোধের নামে মানুষ পুড়িয়ে হত্যা করছে। এভাবে মানুষ পুড়িয়ে হত্যা করে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না।
সংগঠনের মহাসচিব মনোরঞ্জন ঘোষালের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের চেয়ারম্যান মিঞা মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব আবু সাদাৎ মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫