ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপির মিছিলে পুলিশি বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
বরিশালে বিএনপির মিছিলে পুলিশি বাধা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পরে পুলিশি বাধার মুখেই সমাবেশ অনুষ্ঠিত হয়।



২০ দলীয় জোটের নেতাকর্মীদের মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন দাবি এবং গুম, খুন, বিচারবর্হিভূত হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর নাজিরের মহল্লা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে বরিশাল জেলা ও মহানগর বিএনপি।

মিছিলটি সদর রোড়ের দলীয় কার্যালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ জেলখানা মোড়ে বাধা প্রদান করে। পরে পুলিশের বাধার মুখে সেখানেই সড়কের পাশে দাড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।

এতে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু, মনিরুজ্জামান মনির, সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।