ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

মণিরামপুরে সন্ত্রাসী হামলায় আ’লীগ সমর্থক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
মণিরামপুরে সন্ত্রাসী হামলায় আ’লীগ সমর্থক আহত

যশোর: যশোরের মণিরামপুর উপজেলায় বাবলু রহমান (৩৫) নামে আওয়ামী লীগের এক সমর্থককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

শনিবার (২৮ মার্চ)  রাত ১০টার দিকে উপজেলার খলিসিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।



আহত বাবলু রহমান উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালী গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বাবলু রহমান বাংলানিউজকে জানান, রাত ১০টার দিকে তিনি ঝিকরগাছার বাঁকড়া বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে খলিসিয়াখালী ব্রিজের ওপর পৌঁছাল ওৎ পেতে থাকা ৬/৭ সন্ত্রাসী তার গতিরোধ করে বেধড়ক মারধর করতে থাকে। একপর্যায়ে তিনি জ্ঞান হারালে তাকে মৃত ভেবে ফেলে রেখে যায় তারা।

পরে এক পথচারী তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। রোববার সকালে তার জ্ঞান ফেরে।

তিনি আরো জানান, তিনি স্থানীয় ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে অর্থ সহায়তা করেন। সম্প্রতি তিনি স্থানীয় ডুমুরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হয়েছেন। এতে দলীয় প্রতিপক্ষরা মনে করছেন, আসন্ন ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হবেন। এ ধারণা থেকে  হামলা কহতে পারে।

এ ঘটনায় বিকেলে থানায় মামলা করবেন বলে তিনি জানান।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহম্মেদ বাংলানিউজকে বলেন, লোকমুখে ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।