ঢাকা: নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার চিকিৎসায় অবহেলা হচ্ছে- এমন অভিযোগ করে তার পরিবারের পক্ষ থেকে সুচিকিৎসার দাবি জানিয়েছেন তার স্ত্রী মেহের নিগার।
রোববার (২৯ মার্চ) সকালে রাজধানীর গুলশান-২ এ ১০২ নম্বর রোডের ১৯ নম্বর বাড়িতে পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহের নিগার বলেন, গ্রেফতার হওয়ার আগে ডাক্তারি পরীক্ষায় তার (মান্নার) বুকে তিনটির বেশি ব্লক ধরা পড়েছিল। সম্প্রতি গ্রেফতার ও মানসিক নির্যাতনের কারণে তার হার্টের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। এছাড়া তার চোখেও সমস্যা আছে। এসব সমস্যার জন্য তাকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হয়।
পুলিশের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সেখানে ডাক্তারদের দেওয়া পরীক্ষাগুলো না করিয়ে তড়িঘড়ি করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। রিমান্ডে তার ওপর মানসিক ও শারিরিক চাপ দেওয়া হচ্ছে। এ নিয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি।
তিনি বলেন, এ অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অসুস্থ মান্নার সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি করছি। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোরও দাবি জানান তিনি।
তার আইনজীবীকে না জানিয়ে গুলশান থানার মামলায় গত ১৮ মার্চ আদালতের মঞ্জুর করা বাকি সাতদিনের রিমাণ্ডের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলেও তিনি জানান।
সিটি কর্পোরেশনের সির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মান্নার স্ত্রী নিগার বলেন, আমরা পরিবারের পক্ষ থেকে রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলবো না। আমরা শুধু তার চিকিৎসার দাবি করছি।
সংবাদ সম্মেলনে মান্নার মেয়ে নিলম ও তার আইনজীবী বেগ মাসুম জাহান উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে ফোনালাপে সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গত ৫ মার্চ গুলশান থানার এসআই সোহেল রানা বাদী হয়ে মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর বনানীর ই-ব্লকের ১৭ নম্বর সড়কের (বাসা নম্বর-১২) তার ভাতিজি শাহনামা শারমিনের বাসা থেকে মান্নাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এরপর কয়েক দফা রিমাণ্ড শেষে কারাগারে রয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫