খুলনা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ সহ ‘গুম’ হওয়া নেতাকর্মীদের অক্ষত অবস্থায় ফেরত, মানুষ খুন ও গণগ্রেফতার বন্ধের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে ২০দলীয় জোট।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রোববার (২৯ মার্চ ) দুপুর ১২ টায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।
২০ দলীয় জোট খুলনা মহানগর ও জেলা শাখা এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি ও ২০ দলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম মঞ্জু।
এ সময় ২০ দলের মহানগর ও জেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫