ঢাকা: মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়নের প্রথম দায় আওয়ামী লীগের বলে মন্তব্য করেছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম।
রোববার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ ইব্রাহিম বলেন, মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়নের প্রথম দায় আওয়ামী লীগের। কারণ স্বাধীনতার পর ৭২ সালে প্রথম মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করেছে তারা। বর্তমানে যে গুম-খুন চলছে এতে জনগণ ভীতসন্ত্রস্ত। এই দিন দেখতে আমরা যুদ্ধ করিনি। আশা করছি, গঠনমূলক আন্দোলনের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, শেখ হাসিনা যে ফ্যাসিবাদী সরকার তৈরি করেছেন, তা আগে কখনো হয়নি, ভবিষ্যতেও হবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন চলছে, তা চলবেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী, শওকত মাহমুদ, শিল্পী মনির খান প্রমুখ।
বাংলাদেশ সময়:১৩৩৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫