ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে পৌর নির্বাচন বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
চাঁদপুরে পৌর নির্বাচন বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুর পৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়া।

রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে শহরের ট্রাক রোড এলাকায় নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।



তিনি অভিযোগ করেন, পৌরসভার ১৫ ওয়ার্ডের ৪৯ কেন্দ্রের মধ্যে ৪০ কেন্দ্র দখল করেছে নিয়ে সরকারদলীয় প্রার্থীর লোকজন। প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী নাছির আহমেদের  কর্মী-সমর্থকরা তার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়। এছাড়া তার অনেক ভোটার কেন্দ্রে গিয়ে ব্যালট না থাকায় ভোট দিতে পারেননি।

জানতে চাইলে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আমির জাফর বাংলানিউজকে বলেন, দুই একটি কেন্দ্রের বাইরে কিছু বিচ্ছন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হচ্ছে।

দীর্ঘ ৯ বছর পর রোববার সকাল থেকে চাঁদপুর পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ নেতা নাছিরউদ্দিন আহমেদ (মোবাইল)  ও বিএনপির বহিষ্কৃত নেতা ও পৌরসভার সাবেক চেয়ারম্যান সফিকুর রহমান ভূঁইয়া (জগ) স্বতন্ত্র প্রাথী হিসেব লড়ছেন।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।