ভোলা: ভোলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
রোববার (২৯ মার্চ) দুপুরে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতৃত্বতাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
সারাদেশে নেতাকর্মীদের গুম, বিচারবহির্ভূত হত্যা ও নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপির কার্যলয় থেকে মিছিলটি বের হয়ে বরিশাল দালান অতিক্রমকালে পুলিশি বাধার মুখে পড়ে। পরে মিছিলটি সামনের দিকে অগ্রসর না হলে পুনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয়।
মিছিলে থানা বিএনপির নেতা মফিজুল ইসলাম, কৃষক দল নেতা লোকমান গোলদার, মহিলা দলের নেত্রী বিলকিস জাহান মুনমুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫