ঢাকা: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুস সালামের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেল তিনটার দিকে ঢাকা দক্ষিণ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় কাজী বশিরউদ্দিন মিলনায়তনে (মহানগর নাট্য মঞ্চ) তাদের মনোনয়নপত্র দাখিল করা হয়।
রোববার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রার্থী হিসেবে বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর পক্ষে তার স্ত্রী নাসিমা আক্তার কল্পনা মনোনয়নপত্র দাখিল করেন।
অপরদিকে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুস সালামের পক্ষে তার স্ত্রী ফাতেমা সালাম মনোনয়নপত্র দাখিল করেন।
দুজনের মনোনয়নপত্র গ্রহণ করেন আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা সারোয়ার মোর্শেদ।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫