ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

‘ঘর খালি কর, আচরণবিধি লঙ্ঘন খারাপ জিনিস’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
‘ঘর খালি কর, আচরণবিধি লঙ্ঘন খারাপ জিনিস’ ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগের ৫ জন কেন্দ্রীয় নেতাসহ গাড়ীতে চড়ে সঙ্গে আরো অর্ধশত নেতা কর্মী নিয়ে রবিবার ( ২৯মার্চ) দুপুর ১২টা কিছু পর মনোনয়ন পত্র জমা দিতে আসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাঈদ খোকন।

সঙ্গে সাবেক খাদ্য মন্ত্রী ড.আব্দুল রাজ্জাক, মহানগর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ছাড়াও অর্ধশতাধিক নেতা ও কর্মী।



তাদের সকলকে নিয়ে সাঈদ খোকন আঞ্চলিক রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদের কক্ষে মনোনয়ন পত্র জমা দেন।

মনোনয়ন পত্র দাখিল করার সময় নেতাসহ ঘরে প্রবেশ করেছেন কর্মীরাও।

আঞ্চলিক রিটার্নিং অফিসারের কক্ষে তখন তিল পরিমাণ জায়গা খালি নেই। নেতা ও কর্মীদের দখলে।

এই পরিস্থিতিতে অস্বস্তি বোধ করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ।

তিনি কর্মীদের কর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘তোরা (কর্মী) ঘর খালি কর। ঘরে পাঁচজন ছাড়া কেউ থাকবে না, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন খারাপ জিনিস। ’

সাংবাদিকরা এসময় প্রশ্ন করলে সাঈদ খোকন বলেন, ‘একনেতার পায়ে সমস্যা তাই গাড়ি নিয়ে প্রবেশ করেছি। এছাড়া আমরা পাঁচ জন এসে মনোনয়নপত্র জমা দিয়েছি। ’

এই বিষয়ে প্রশ্ন করা হলে মিহির সারওয়ার মোর্শেন বাংলানিউজকে বলেন, ‘আমরা বিষয়টি ভেবে দেখব। যদি আচরণ বিধিমালা লঙ্ঘন হয় তবে আইনানুগ ব্যবস্থা নেব। ’

সিটি কর্পোরেশন  নির্বাচন আচরণ বিধিমালা ৪ এর (ক) দেখা গেছে, মনোনয়নপত্র দাখিলের সময় কোনো প্রকার মিছিল কিংবা শো-ডাউন করা যাবে না।

প্রার্থী ৫(পাঁচ) জনের অধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না।

আচরণ বিধিমালা (খ) দেখা গেছে, যানবাহন সহকারে মিছিল কিংবা মশাল মিছিল বের করা যাবে না বা কোনরুপ শো-ডাউন করা যাবে না।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।