ঢাকা: শেষ পর্যন্ত লড়াই করে যাবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) দক্ষিণ নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন।
রোববার (২৯ মার্চ) পৌনে ৪টার দিকে মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিতে এসে তিনি এ কথা জানান।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ডিসিসি দক্ষিণ নির্বাচনে তিনি বিজয়ী হবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন মিলন।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫।