ঢাকা: ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তরের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ ও অভিনেত্রী সারাহ হোসেন কবরী।
রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউটে ডিসিসি উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর কবরী সাংবাদিকদের বলেন, আমি প্রধানমন্ত্রীর আশির্বাদ নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি তাকে বলেছি, আপনি যেহেতু নারী উন্নয়নে বিশ্বাসী এবং এটি একটি স্থানীয় সরকার নির্বাচন, তাই আপনি আমাকে আশির্বাদ করে দিন। উনি আমাকে আশির্বাদ করেছেন।
তিনি বলেন, আমি দীর্ঘদিন সামাজিক আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি। আমি পরীক্ষিত মানুষ। কাজেই আমি মেয়র হতে পারলে নারী উন্নয়নে কাজ করতে পারবো।
এফবিসিসিআই’র সাবেক সভাপতি আনিসুল হককে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। সেক্ষেত্রে আপনি বিদ্রোহী প্রার্থী কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে কবরী বলেন, এটা নির্দলীয় নির্বাচন। আমি বিদ্রোহী প্রার্থী নই। প্রধানমন্ত্রী যদি প্রার্থিতা প্রত্যাহার করতে বলেন
তাহলে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।
দলীয় সমর্থন বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী একজনকে কেন সমর্থন দিয়েছেন জানি না। উনি নিশ্চয়ই তার প্রজ্ঞা থেকে একজনকে সমর্থন দিয়েছেন। কিন্তু আমাকে তিনি নির্বাচনে প্রার্থী হতে নিষেধও করেননি।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার (২৯ মার্চ) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫