ঢাকা: ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোলাম মওলা রনি এবং সিপিবি ও বাসদ সমর্থিত বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ মনোনয়নপত্র জামা দিয়েছেন।
রোববার (২৯ মার্চ) বেলা সোয়া ৪টার দিকে মহানগর নাট্যমঞ্চে অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫।