ঢাকা: সেনাবাহিনী নামিয়ে শুধু টহল দিলেই চলবে না, তাদের বিচারিক ক্ষমতা দিতে নির্বাচন কমিশনকে (ইসি) আহ্বান জানিয়েছে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রতিনিধি দলের সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িতে হামলার কারণে নির্বাচনী পরিবেশ নষ্ট হয়েছে। আমরা এ বিষয়ে সিইসিকে অবহিত করেছি। ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছি।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, এছাড়া নির্বাচন কমিশন সেনাবাহিনী মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে এতে অনেক খুশি হয়েছি। তবে তাদের শুধু মাঠে নামিয়ে টহলে রাখলে হবে না। এতে সেনা নামানোর উদ্দেশ্য বাস্তবায়িত হবে না। তাই সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাও দিতে হবে।
মওদুদ আহমদ বলেন, এতোদিন যে নির্বাচনী পরিবেশ ছিল সে পরিবেশ ক্ষুন্ন হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার কারণে নির্বাচনী পরিবেশ নষ্ট হয়েছে। তাই তো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে বলে মনে করি না। এই অবস্থা চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না বলে সিইসিকে জানিয়েছি।
‘এছাড়া অতি উৎসাহী পুলিশ কর্মকর্তারা সরকারের আনুগত্য পাওয়ার জন্য মাঠ পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। হয়রানি করছে’- বলেন তিনি।
মওদুদ বলেন, সিইসির কাছে অনুরোধ করেছি যেন, আগামী সাতদিন কোনো নেতাকর্মীকে হয়রানি না করা হয়, সে ব্যবস্থা নিতে। এছাড়া এই সাতদিন যেন কোনো প্রার্থীকেও গ্রেফতার করা না হয়।
একই সঙ্গে মওদুদ আহমদ প্রত্যেক থানায় অতি উৎসাহী ওসিদের বদলি করে দেওয়ারও দাবি জানিয়েছেন। তিনি বলেন, এখন থেকে আগামী ১০ দিন যেন তাদের অন্যত্র বদলি করে দেওয়া হয়। এছাড়া দলীয়ভাবে অনেক ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, তাদের সরিয়ে দেওয়ারও দাবি করেছি।
পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করার জন্য সব প্রার্থীদের পরামর্শ নেওয়ারও সুপারিশ করেছেন বিএনপির এই সিনিয়র নেতা।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মওদুদ বলেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে সিইসি কয়েকটি বিষয়ে খুব ভালো রেসপন্স করেছেন। বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার বিষয়ে তিনি খোঁজ-খবর রাখছেন বলেও জানিয়েছেন।
এ সময় তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এসএম হালিম উপস্থিত ছিলেন।
এর আগেও ২০ দলীয় জোট নেতারা দু’দফায় সিইসির সঙ্গে সিটি নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে সাক্ষাৎ করেছেন।
আগামী ২৮ এপ্রিল ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করবে ইসি।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫, আপডেট ২০৪৬
ইইউডি/আইএ
** সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা