ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে আবারো হামলা হয়েছে। তাকে হত্যার উদ্দেশ্যেই এসব হামলা বলে অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) সিটি নির্বাচনে নিজেদের প্রার্থীদের পক্ষে প্রচারণাকালে রাজধানীর ফকিরের পুলে এ ঘটনা ঘটে। সোমবার (২০ এপ্রিল) কারওয়ান বাজারে হামলার ঘটনাটির রেশ না কাটতেই দ্বিতীয় এ ঘটনা ঘটলো।
কারওয়ান বাজারের হামলায় ভেঙে দেওয়া গাড়িগুলো নিয়েই মঙ্গলবারের প্রচারে নামেন খালেদা। এদিন দুপুরে তার প্রটোকলে পুলিশ সদস্যরাও যোগ দেয়।
বিকেল সোয়া ৫টার দিকে টানা চতুর্থ দিনের মতো ঢাকা সিটিতে নিজের সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণায় নামেন খালেদা। সোয়া আটটার দিকে গাড়ি বহর ফকিরের পুল মোড় সংলগ্ন বাজার পার হচ্ছিল, সেখানেই আওয়ামী লীগ সমর্থিত দক্ষিণের মেয়রপ্রার্থী সাঈদ খোকনের পক্ষে মিছিল করছিলেন দলের নেতাকর্মীরা।
খালেদা জিয়ার গাড়ি বহর দেখে উত্তেজিত হয়ে ওঠে তারা। এক পর্যায়ে গাড়ির উদ্দেশ্যে ঢিল ছোঁড়ে ও লাঠি দিয়ে আঘাত করে।
অবশ্য উত্তেজনা ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় মাত্র মিনিট দুয়েকের মধ্যে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আওয়ামী লীগেরই কয়েকজন বিষয়টি মীমাংসা করে দেন। খালেদার গাড়ি বহরও দ্রুত সে স্থান ত্যাগ করে।
বিকেল সোয়া ৫টায় বাসা থেকে বের হয়ে বহর নিয়ে খালেদা নিজের গুলশান কার্যালয়ের সামনে দিয়ে নতুন রাস্তার দিকে এগোন। প্রগতি সরনিতে মোড় ঘুরে সরাসরি হাজীপাড়া এসে গাড়িতে গ্যাস নেন।
এরপরই চলে যান দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের বাড়ির কাছে (উত্তর শাহজাহানপুর)। সন্ধ্যা সাড়ে ৬টায় সেখানে নেমে দোকানি ও স্থানীয়দের কাছে ‘মগ’ মার্কায় ভোট চান ও লিফলেট বিতরণ করেন।
এরপর ৭টার দিকে শান্তিনগরের টুইন টাওয়ারের সামনে এসে ১০ মিনিটের বক্তব্য রাখেন। তিনি কারওয়ান বাজারে হামলা প্রসঙ্গে বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছিলো। গাড়িতে গুলির দাগ এখনো আছে।
খালেদা বলেন, সরকার ভাবেনি আমরা নির্বাচনে যাবো। এখন আমাদের প্রতি বিপুল জনসমর্থন দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তারা উন্মাদ হয়ে গেছে।
আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় তিনি আওয়ামী লীগকে দায়ী করেন।
রাত পৌনে ৮টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের অদূরে আবার থামেন তিনি। পলওয়েল সুপার মার্কেটের সামনে খালেদা জিয়া ৭ মিনিটের বক্তব্য রাখেন।
এখানে খালেদা জিয়া বলেন, আমি সন্তান হারিয়েছি। আব্বাস আমার সন্তানের মতো, তাকে ভোট দিয়ে আমার সন্তান হারানোর কষ্ট ভোলার সুযোগ দিন।
বক্তব্য শেষে গাড়ি এগোতে শুরু করে এবং কিছুক্ষণ পরই হামলার ঘটনাটি ঘটে। এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
খালেদার সঙ্গে বহরে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ছিলেন।
সোমবারের হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলোও উৎসুক জনতার আলোচনার বিষয়ে পরিণত হতে দেখা গেছে। প্রচারণা শেষে রাত সোয়া ৯টার দিকে বাসায় ঢোকেন খালেদা জিয়া।
আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাইতে গত শনিবার (১৮ এপ্রিল) প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় নামেন খালেদা জিয়া। পরদিন রোববারও (১৯ এপ্রিল) নির্বাচনী প্রচারণা চালান তিনি। সোমবার (২০ এপ্রিল) টানা তৃতীয় দিনের মতো প্রচারণায় বেরিয়ে রাজধানীর কারওয়ান বাজারে তার গাড়ি বহর হামলার শিকার হয়।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫/ আপডেট ০৩২৭ ঘণ্টা ২২ এপ্রিল
এসকেএস/বিএস
** ‘আব্বাস আমার সন্তানের মতো’
** টানা চতুর্থ দিন ভোটের মাঠে খালেদা