ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

জেলগেটে ফের গ্রেফতার রাসিক প্যানেল মেয়র আযব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
জেলগেটে ফের গ্রেফতার রাসিক প্যানেল মেয়র আযব প্রতীকী

রাজশাহী: জামিনে মুক্ত হওয়ার পর রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্যানেল মেয়র-১ ও মহানগর বিএনপির সহ-সভাপতি আরোয়ারুল আমিন আযবকে ফের গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।



বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রাসিক প্যানেল মেয়র-১ আযবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের বেশ ক’টি মামলা রয়েছে। এর মধ্যে ৫ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালে নগরীর নিউমার্কেট এলাকায় পুলিশের উপর হামলা, ১১ জানুয়ারি হেতেম খাঁ এলাকায় পুলিশের উপর হামলা এবং ১৩ জানুয়ারি নগরীর মনিচত্বর এলাকায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য বহন করার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

এর আগে ২৭ জানুয়ারি আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা শেষে ফেরার পথে নগরীর রাণীবাজার বাটারমোড় এলাকা থেকে রাসিক প্যানেল মেয়র আনোয়ারুল আমিন আযবকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৫
এসএস/এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।