গাইবান্ধা: নাশকতার আশঙ্কায় গাইবান্ধার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির এক কর্মীসহ ১৬ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নাশকতার মামলায় বিএনপির এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এএটি/এসআই