জয়পুরহাট: জয়পুরহাটে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি-ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় ৫ জন আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত দফায় দফায় এ হামলা চালানো হয়।
আহতরা হলেন-জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের পাটের পুকুর গ্রামের সুলতান হোসেন, ইছাহাক আলী, মফেলা বেগম, তানজিলা বিবি ও কুলসুম নাহার।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, দুপুরে জামায়াত-শিবির কর্মীরা সামুরাই, রামদা, লোহার রড, ককটেল ও পিস্তল নিয়ে পাটের পুকুর গ্রামে হামলা চালায়। এ সময় তারা ফাঁকা গুলি বর্ষণ এবং ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জহুরুল, ইছাহাক, বাবলু, শাহাদত, একাব্বর, তৈয়বর, ইসমাইল, কালাম, রফিকুল ও সাকোয়াতের বাড়ি-ঘরে ভাঙচুর করে। এছাড়া শাহাদত ও একাব্বরের বাড়িতে অগ্নিসংযোগ করে তারা।
আমদই ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার সন্ধ্যায় জামায়াত-পুলিশ সংঘর্ষের সময় পুলিশ সদস্যদের সাহায্য করার অপরাধে আমাদের বাড়ি-ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে।
জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোল্লা নজরুল ইসলাম বাংলানিউজকে জানান- নাশকতাকারীদের গ্রেফতারে অতিরিক্ত পুলিশ ও র্যাব ওই এলাকায় টহলে রয়েছে। নাশকতাকারী জামায়াত-শিবিরের বাড়ি-ঘর তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
পিসি/