গাজীপুর: আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় এসে উন্নয়নমূলক বিভিন্ন কাজে হাত দিলেও ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে সেসব উন্নয়ন বন্ধ করে দেয়। কেবল তাই নয়, বিএনপি-জামায়াত জোটের দুর্নীতির কারণে দাতারা বাংলাদেশকে অর্থ দেওয়াও বন্ধ করে দেয়।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা ফ্লাইওভার উদ্বোধন শেষে স্থানীয় পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
বক্তৃতায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের অতীতের উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন। একইসঙ্গে হাতে নেওয়া কর্মসূচি ও ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫