চান্দিনা (কুমিল্লা): ৯০ দিনের অবরোধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টলাতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে কুমিল্লার চান্দিনা মহিলা কলেজ মাঠে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের প্রতিটি উন্নয়ন ও সফলতায় ঈর্ষান্বিত হয়ে উন্নয়নকাজে বাধাগ্রস্ত করতেই হরতাল-অবরোধ ও যানবাহনের অগ্নিসংযোগের মত অন্যায় করে চলছে বেগম খালেদা। পৃথিবীর কোনো দেশে এমন নজির নেই যে, টানা ৯০ দিনের হরতাল-অবরোধে সরকার টিকে থাকতে পেরেছে। একমাত্র শেখ হাসিনার সরকারের পক্ষেই তা সম্ভব হয়েছে।
শিক্ষাখাতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী বলেন, এখন দেশের প্রতিটি অঞ্চলের মানুষ স্বাক্ষরজ্ঞান সম্পন্ন ও শিক্ষিত জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কিন্তু পাকিস্তানের প্রেতাত্মা ও আইয়ুব খানের দোসররা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করছে।
তিনি বলেন, এদেশে বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন স্বাধীনতা পেতাম না, তেমনি শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে রাজাকার ও বঙ্গবন্ধুর খুনীদের বিচার করা সম্ভব হতো না।
চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চান্দিনা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বক্সী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদ, জেলা শিক্ষা অফিসার বিলকিছ আরা, পিটিআই সুপারেনটেন্ডেন্ট জয়নাল আবেদীন, শিক্ষানুরাগী মনির খন্দকার, শিক্ষক প্রতিনিধি কমল বক্সী, জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এমজেড