ঢাকা: আওয়ামী লীগের সঙ্গে সিটি নির্বাচনে সমর্থিত প্রার্থীদের মতবিনিময় সভা চলছে। সভার মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে ‘বিতর্কিত’দের সমর্থন দেওয়া কেন্দ্র করে হৈ-হুল্লোড়, হাতাহাতির ঘটনা ঘটেছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্ব ও সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদের পরিচালনায় এতে আরও উপস্থিত রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক ড. আবদুর রাজ্জাক, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ফজলে নূর তাপস, খালিদ মাহমুদ চৌধুরী, মেয়রপ্রার্থী সাঈদ খোকনসহ সব কাউন্সিলর প্রার্থীরা।
মতবিনিময় সভার শুরুতেই দফায় দফায় মঞ্চে প্রার্থীদের সঙ্গে হাতাহাতি হয়। নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও উত্তপ্ত হতে থাকে দর্শক সারি। বিকেল সাড়ে ৪টা থেকে থেমে থেমে দর্শক সারি থেকে বিক্ষিপ্ত স্লোগান আসতে থাকে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সভা এভাবেই চলছিলো। নেতারা দফায় দফায় শান্ত করতে চাইলেও কোনো লাভ হয়নি। এখন দ্রুত বক্তব্য দিয়ে সভা শেষ করার কৌশলে এগোচ্ছেন নেতারা।
খোঁজ নিয়ে জানা যায়, ২১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশী ছিলেন ছাত্রলীগের সহ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তার পরিবর্তে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে এম এ হামিদকে। এম এ হামিদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর লোক। ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ফালুর সঙ্গে হামিদ ও তার পরিবারের একান্ত ছবিও প্রকাশ পেয়েছে।
৮ এপ্রিল আওয়ামী সমর্থিত কাউন্সিলরদের তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। যার প্রকাশ্য রূপ আজকের এ মতবিনিময় সভা।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এসইউজে/এএ