ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নিজেকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে আনিসুল হক বলেছেন, আমাকে আপনারা একবারের জন্য সুযোগ দিন, একটু হলেও স্বস্তি এনে দেবো।
দলমত নির্বিশেষে সকলের ভোটের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আপনি বা আপনারা যে দলের লোকই হোন না কেন, প্রার্থী দেখে তার কাজের অভিজ্ঞতা যাচাই করে ভোট দিন।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর মহাখালী ৭তলা বস্তি এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে লালমাটি স্কুল মাঠে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, আনিসুল হকের নির্বাচনী প্রচারণা ক্যাম্পেইনের সমন্বয়ক সাবেক মন্ত্রী কর্ণেল (অব.) ফারুক খান, স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী হাজী আসলাম ও মহিলা কাউন্সিলর বিউটি নাসরিন।
এছাড়া তার নির্বাচনী প্রচারণায় ছিলেন, সহধর্মীনি রুবানা হক, সংসদ সদস্য অ্যাডভোকেট তারানা হালিম, আনিসপুত্র নাভিদুল হক প্রমুখ।
আনিসুল হক বলেন, গত ৭ দিন ধরে আমি উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি মানুষের সঙ্গে পরিচিত হচ্ছি। এক এক এলাকার মানুষের মুখের হাসি বুঝার চেষ্টা করছি। কে কোন অবস্থায় কিভাবে হাসতে পারে।
তিনি বলেন, নির্বাচিত হলে আমি ৫ বছর সময় পাবো। এই ৫ বছরে সম্পূর্ণ পরিবর্তন করতে না পারলেও একটু হলেও বদলে দেবো। আমার অতীত কর্মকাণ্ডে কখনো হার মানি নাই, এই কাজেও হারবো না ইনশাল্লাহ।
ভোটারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনরা কাউকে না কাউকে ভোট দেবেন। তবে আমার দাবি থাকবে যে মেয়র বা কাউন্সিলর সরকারের পাশে থেকে কাজ করার সুযোগ পাবে তাকেই নির্বাচিত করুন। একজন মেয়র নির্বাচন মানে আপনি নিজেকে পরিবর্তন করছেন।
তিনি আরো বলেন, সরকারের সঙ্গে যার বোঝাপড়া ভালো তাকেই নির্বাচিত করুন এতে সরকারের উন্নয়নের ধারা আরো তরান্বিত হবে।
আওয়ামী লীগ সমর্থিত এ মেয়র প্রার্থী আরো বলেন, আমি আজ যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, নির্বাচিত হলে আপনাদের কাছে তার জবাবদিহিতা নিশ্চিত করবো ইনশাল্লাহ।
আনিসুল হক এলাকার ভোটারদের কাছে নিজ নির্বাচনী প্রতীক টেবিল ঘড়ি মার্কায় ভোট চান। এরমধ্যে দিয়ে তিনি শনিবারের নির্বাচনী ক্যাম্পেইন শেষ করেন।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এসএম/বিএস