পাবনা: দীর্ঘ ১২ বছর পর পাবনা জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে শহিদুর রহমান শহিদকে সভাপতি ও তৌফিকুল আলম তৌফিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শনিবার ( ১১ এপ্রিল) বিকেল ৩টায় সম্মেলন শেষে সভাপতি-সম্পাদকসহ ৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুল হক রেজা, পাবনা-২ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আরজু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল রহিম লাল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ্র, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট প্রমুখ।
পরে সন্ধ্যায় কৃষকলীগের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এসআর