ঢাকা: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন বলেছেন, প্রতিক্রিয়াশীল শক্তির সঙ্গে আমাদের এই নির্বাচনী যুদ্ধ। এই নির্বাচনে পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন ঢাকা মহানগর আওয়ামী লীগ।
সাঈদ খোকন বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ৭১র পরাজিত শক্তির কাছে পরাজিত হওয়ার কারণ নেই। আমি বিশ্বাস করি, ঢাকাবাসী অতীতের মত আমাদের খালি হাতে ফিরিয়ে দেবে না।
তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের বিজয় ছিনিয়ে আনতে হবে। পৃথিবীর কোনো শক্তি নাই আমাদের পরাজিত করে। আপনারা ধর্য্য ধরবেন। সকলে মিলে কাজ করবেন।
এসময় বিএনপির হরতাল-অবরোধে মানুষ হত্যার বিচারের আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, গত তিন মাসে তারা একজন নয়, দুজন নয়, শতাধিক নিরাপরাধ মানুষের রক্তে রাজপথ রঞ্জিত করেছে। এর কি কোনো বিচার হবে না? ২৮ এপ্রিল সিটি নির্বাচনে ব্যালটের মাধ্যমে আপনারা এ বিচার প্রক্রিয়া শুরু করবেন।
বাবার স্মৃতিচারণ করে তিনি বলেন, যে বন্ধন,আবেগ ঢাকার সঙ্গে আমার ও আমার পরিবারের তা ভাষায় প্রকাশ করার নয়। এর স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সমর্থন দিয়েছেন। আমার মা আমার কপালে চুমু খেয়ে ঢাকাবাসীর জন্য উৎসর্গ করেছেন। একটি করে ভোট প্রার্থনা করে আমাকে বিজয়ী করেন। বাসযোগ্য একটি ঢাকা আপনাদের উপহার দিতে পারব।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহে আল মুরাদের পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়ক ড. আবদুর রাজ্জাক, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ফজলে নূর তাপস, খালিদ মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম বাবু, সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, হাবিবুর রহমান সিরাজ, ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতেই দফায় দফায় মঞ্চে প্রার্থীদের সঙ্গে হাতাহাতি হয়। নেতৃবৃন্দের হস্তক্ষেপে শান্ত হলেও দর্শক সারি উত্তপ্ত ও সরগরম হতে থাকে। বিকেল সাড়ে চারটায় সময় থেকে থেমে থেমে বিক্ষিপ্ত স্লোগান আসতে থাকে। স্লোগানের ভাষা ছিল, হামিদ কে মানি না, মানব না। আসাদ ভাই, আসাদ ভাই। বিএনপি নেতাকে মানি না, মানব না। আসাদ ভাই, আসাদ ভাই।
২২ থেকে ২৭ বছরের তরুণদেরকে গায়ের পোষাক খুলেও স্লোগান দিতে দেখা গেছে। সভা শেষ হওয়া পর্যন্ত এমন পরিবেশ ছিল। নেতারা দফায় দফায় শান্ত করতে চাইলেও সফল হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত বক্তব্য দিয়ে সভা শেষ করার কৌশল নেন নেতারা।
খোঁজ নিয়ে জানা যায়, ২১ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশী ছিলেন ছাত্রলীগের সহ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তার পরিবর্তে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে এম এ হামিদকে। এম এ হামিদ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর লোক। ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ফালুর সঙ্গে হামিদ ও তার পরিবারের একান্ত ছবি প্রকাশ পেয়েছে।
৮ এপ্রিল আওয়ামী সমর্থিত কাউন্সিলরদের তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্রলীগের নেতা-কর্মীরা। যার প্রকাশ্য রূপ দেখা দেয় এই মতবিনিময় সভায়। এর প্রতিবাদে বিভিন্ন সামাজিক মাধ্যমে লেখালেখিও হয়।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এসইউজে/ কেজেড