ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

৭৫ মাস লাগলেও দুই নেত্রীকে আলোচনায় বসিয়েই ছাড়বো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
৭৫ মাস লাগলেও দুই নেত্রীকে আলোচনায় বসিয়েই ছাড়বো বঙ্গবীর কাদের সিদ্দিকী / ফাইল ফটো

গাজীপুর: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন,“সন্তান নিরাপদে ঘরে ফিরবে কী না সেটা নিয়ে উৎকণ্ঠায় থাকেন
বাবা মা। স্ত্রীকে স্বামীর নিরাপত্তা নিয়ে সারাক্ষণ উদ্বিগ্ন থাকতে হচ্ছে।

দেশের এমন পরিস্থিতির জন্যে যুদ্ধ করি নাই। আমরা শান্তির নীড় প্রতিষ্ঠার জন্যে যুদ্ধ করেছিলাম। বর্তমান অবস্থায় সমঝোতার জন্য ৭৫ মাসও যদি লাগে দুই নেত্রীকে আলোচনায় বসিয়েই ছাড়বো।

শনিবার(১১ এপ্রিল) বিকালে গাজীপুর সদর উপজেলার পিরুজালী উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান কর্মসূচি পালনকালে প্রধান অতিথির ভাষনে তিনি  এসব কথা বলেন।

বঙ্গবীর বলেন, “একটি স্কুল চালাতে গেলে প্রধান শিক্ষকেরও দপ্তরির সাথে আলাপ করতে হয়, অথচ এই সরকার কারো সাথে আলোচনা না করার জেদ ধরেছে। শান্তি প্রতিষ্ঠার দাবি নিয়ে ৭৫ দিন ধরে ঘরের বাইরে আছি। ৭৫ মাসও যদি লাগে দুই নেত্রীকে আলোচনায় বসিয়ে দেশে শান্তি স্থাপন করে  ছাড়বো-ইনশাআল্লাহ। ”

সমবেত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমাদের মধ্যে থেকে যেন বঙ্গতাজ তাজউদ্দিন-বেগম রোকেয়ার জন্ম হয়, কেউ যেন শেখ হাসিনা বা খালেদা জিয়া না হয়। ”

সংক্ষিপ্ত সমাবেশে কাদের সিদ্দিকী ছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী ও পিরুজালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আহমেদ বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান, যুবনেতা মিঠুন সিদ্দিকী, আলী হোসেন মন্ডল, ফারুক আহমেদ, ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দীপ, ছাত্রনেতা শাহীনূর আলম, মেহেদী সম্রাটসহ অর্ধশতাধিক নেতাকর্মী এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার লোকজন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ এবং বিএনপির নেত্রীকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে ২৮ জানুয়ারি থেকে মতিঝিলের ফুটপাতে অবস্থান শুরু করেন কাদের সিদ্দিকী। ২ এপ্রিল থেকে শান্তির দাবি নিয়ে সারাদেশে সফর শুরু করেছেন তিনি।

শনিবার রাতে সভাস্থলে অবস্থান করে রোববার সকালে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে বাংলানিউজেক জনিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ১১,২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।