কুমিল্লা: কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার পূবালী চত্বরের সামনে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১০ আহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুল ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষে গুলিবিনিময়, ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম, সপ্তম শ্রেণির ছাত্র মেহেদী(১৩) ও ফয়েজ(২৮)।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার(এএসপি) আশরাফ বাংলানিউজকে জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। সংঘর্ষ থামাতে পুলিশ কমপক্ষে ৫০ রাউন্ড রাবার বুলেট, ৩৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
পিসি/