ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

অচিরেই সালাহউদ্দিনকে ফেরত পাওয়ার আশা খোকনের

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
অচিরেই সালাহউদ্দিনকে ফেরত পাওয়ার আশা খোকনের ফাইল ফটো

ঢাকা: অচিরেই বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে ফেরত পাওয়ার আশা প্রকাশ করেছেন দলটির আরেক যুগ্ম-মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলটির আইনজীবীদের জরুরি সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন তিনি।



সালাহউদ্দিন আহমেদের নিখোঁজ থাকা ও তিন সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণায় বিএনপি নেতাকর্মীদের নির্বিঘ্ন অংশগ্রহণের ব্যাপারে দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ও যুগ্ম-কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে আলোচনার কথা সাংবাদিকদের জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক সভাপতি মহসিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম ও বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন।

মাহবুবউদ্দিন খোকন বলেন, দুপুরে আমরা যে আলোচনা করেছি তাতে ডিএমপি কমিশনারের আন্তরিকতায় আমরা মনে করছি, সালাহউদ্দিন আহমেদ কোনো না কোনো আইন-শৃঙ্খরা বাহিনীর কাছে আছেন এবং অচিরেই তিনি ফিরে আসবেন। তিনি আমাদের বলেছেন, সালাহউদ্দিন আহমেদকে ফেরত পেতে তারা সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছেন।

বিএনপির এ যুগ্ম-মহাসচিব বলেন, ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনায় আমরা তিনটি বিষয়ে গুরুত্ব দিয়েছি। প্রথমত আমরা তাদের বলেছি সালাহউদ্দিন আহমেদ নিখোঁজ রয়েছেন। তাকে ৠাব বা কোনো একটি আইন-শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে। ডিএমপি কমিশনার আমাদের আশ্বস্থ করেছেন। আলোচনায় তার আন্তরিকতায় আমরা আশা করছি অচিরেই সালাহউদ্দিন আহমেদকে ফেরত পাবো।

মাহবুবউদ্দিন খোকন বলেন, ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনায় আমরা দ্বিতীয়ত সিটি কর্পোরেশন নির্বাচন ও বিএনপির প্রার্থীদের প্রচার-প্রচারণার বিষয়ে কথা বলেছি। আমরা তাদের বলেছি, নির্বাচনী প্রচারণায় বিএনপির কোনো নেতাকর্মীকে গ্রেফতার করা যাবে না, তাদের বাড়িঘরে হানা দেওয়া যাবে না। ডিএমপি কমিশনারও আমাদের আশ্বাস দিয়েছেন, পেশাদারী অপরাধী ছাড়া কাউকে তারা হয়রানি করবেন না। তৃতীয়ত, আমরা বলেছি, নির্বাচন চলাকালে রাজনৈতিক মামলার আসামিদের গ্রেফতার করা যাবে না। ডিএমপি কমিশনারও আমাদের আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে বিএনপির কেন্দ্রীয় ‍কার্যালয়, খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ও তার বাসার সামনে থেকে কাউকে গ্রেফতার করা যাবে না। ডিএমপির শীর্ষ কর্মকর্তারাও আমাদের এ বিষয়ে আশ্বাস দিয়েছেন।

বিএনপির এ যুগ্ম-মহাসচিব বলেন, দুপুর সোয়া ১২টা থেকে প্রায় এক ঘণ্টা আলোচনা করি। আলোচনায় ডিএমপি কর্মকর্তারা অনেক পজিটিভ ছিলেন। তারা জানিয়েছেন, সালাহউদ্দিনকে কোনো আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে কিনা খতিয়ে দেখছেন, একইসঙ্গে তাকে ফেরত পেতে সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছেন। ।

মাহবুবউদ্দিন খোকন জানান, ডিএমপি কমিশনার তাদের বলেছেন, পুলিশ সিটি নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। সে লক্ষ্যে ১৩ তারিখে রাজধানীর সব থানার ওসিদের ডেকে ব্রিফ করবেন ডিএমপি কমিশনার।

বিএনপির এ শীর্ষ নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা যদি সঠিকভাবে প্রচার-প্রচারণা চালাতে পারি, তবে আমাদের মেয়র প্রার্থীরা ২-৩ লাখ ভোটেরও বেশি ব্যবধানে জয়লাভ করবেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এমএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।