ঢাকা: শেষ মুহূর্তেও যুদ্ধাপরাধ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের মুক্তি দাবি করেছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার।
শনিবার (১১ মার্চ) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মনির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তিনি এ দাবি জানান।
শনিবার সকাল ১০টায় রাজধানীর এক মিলনায়তনে শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
বিজ্ঞপ্তিতে এটি শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ২০১৫ সেশনের প্রথম অধিবেশন বলেও জানানো হয়।
সভায় সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় : ১৯২২ ঘণ্টা, এপ্রিল ১১,২০১৫
এলকে/বিএস