ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সেনবাগে জামায়াত ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
সেনবাগে জামায়াত ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ছবি: প্রতীকী

নোয়াখালী: কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে ক্ষুব্ধ জামায়াত-শিবির নেতাকর্মীরা নোয়াখালীর সেনবাগ উপজেলার পৃথক পৃথক স্থানে ঝটিকা মিছিল ও ১৫টি ককটেল বিস্ফোরণ করেছে।

তবে এতে কোনো হামলা, সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেনি বা এ ধরনের কোনো খবর পাওয়া যায়নি।



শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার সেনবাগ বাজার ও বীজবাগ ইউনিয়নে এ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, মানবতাবিরোধী অপরাধের দায়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের খবরে সেনবাগের উপজেলা বাজারে ক্ষুব্ধ জামায়াত-শিবিরের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে একটি ঝটিকা মিছিল বের করে।

পরে খবর পেয়ে সেনবাগ পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যায়।

অপরদিকে, রাত পৌনে ১১টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের বিভিন্ন স্থানে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় পুরো ইউনিয়নে সাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পালিয়ে গেছে।

বীজবাগে ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।   উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল আরো জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।