ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

আইনভঙ্গকারীদের ছাড় না দেওয়ার ঘোষণা সিইসির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
আইনভঙ্গকারীদের ছাড় না দেওয়ার ঘোষণা সিইসির ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন ‍আহমেদ।

রোববার (১২ এপ্রিল) দুপুর সোয়া ১টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তরের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।



সিইসি বলেন,শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রার্থী যেন হয়রানির শিকার না হন। এ বিষয়টি যেন নিশ্চিত করা হয়।

ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ভোটগ্রহণকালে কোনো ধরনের আইন যেন লঙ্ঘন না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

এছাড়া আগামী ১৯ এপ্রিল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে সেনা মোতায়েনসহ করণীয় সব বিষয় নির্ধারণ করা হবে বলে তিনি জানান।

প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেউ আইন ভঙ্গ করবেন না। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। কোনো সিদ্ধান্তে দ্বিমত থাকলে আইন মেনে আপনারা আপিল করতে পারবেন।

ইসি সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় চার নির্বাচন কমিশনার, ডিএমপি পুলিশ কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ইসি’র অতিরিক্ত, যুগ্ম সচিব, ডিএনসিসি’র রিটার্নিং কর্মকর্তারাসহ সব প্রার্থীরা উপস্থিত ছিলেন।

উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ১৬ জন, কাউন্সিলর পদে ২শ’ ৮০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৯ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
ইইউডি/এসএস/আরআই

** অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চান তাবিথ
** ডিসিসি উত্তরের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন সিইসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।