ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
রাজধানীতে জামায়াতের বিক্ষোভ-মিছিল

ঢাকা: একাত্তরের আলবদর কমান্ডার ও জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করেছে রমনা থানা জামায়াতের নেতা-কর্মীরা।

রোববার (১২ এপ্রিল) সকাল ৮টায় রাজধানীর মগবাজার চৌরাস্তায় এ বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়।



ঢাকা মহানগরীর মজলিসে শুরা সদস্য ড. আহসান হাবিবের নেতৃত্বে বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয় বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা জামায়াতের সেক্রেটারি এম.জে. রহমান, থানা কর্মপরিষদ সদস্য আতাউর রহমান সরকার, মহানগরী শিবির নেতা হাফেজ আ‍শরাফ উদ্দিন ও রমনা শিবির সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে ড. আহসান হাবিব বলেন, জামায়াত একটি সুদৃঢ় সত্যপন্থী ও দেশপ্রেমিক দলের নাম। জামায়াত কর্মীরা মহান আল্লাহ ব্যতীত কখনো কারো কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।

কামারুজ্জামানের প্রতি ফোঁটা রক্ত এ দেশের মাটিকে ইসলামী আন্দোলনের জন্য উর্বর করবে। যারা এই বিচারিক হত্যাকাণ্ডের সাথে জড়িত, জনগণের কাঠগড়ায় তাদেরকে একদিন দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এসএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।