জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার চৌমুহনী বাজারে জামায়াত নেতাকে ছিনিয়ে নিয়ে পুলিশ পেটানোর ঘটনায় জামায়াত-শিবিরের প্রায় দুই শতাধিক কর্মী ও সমর্থকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, এ মামলায় চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
এরা হলেন-জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের মিতনা গ্রামের নজরুল ইসলাম, রিপন, মারুফ, ও বাঁশখুর গ্রামের আহসান হাবীব।
জয়পুরহাট থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় একাধিক নাশকতার মামলায় শহর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহ্ আলমকে হাঁটুভাঙ্গা গ্রাম থেকে গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। গ্রেফতারের পর দু’টি মোটরসাইকেলের করে জয়পুরহাটে নিয়ে আসার পথে চৌমূহনী বাজারে জামায়াত-শিবির কর্মীরা শাহ্ আলমকে ছিনিয়ে নিয়ে ডিবির ওসি মাহফুজুর রহমানসহ পাঁচ কর্মকর্তাকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ডিবির ওসি মাহফুজুর রহমান বাদী হয়ে শনিবার রাতে জামায়াত-শিবিরের ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫০ থেকে ২০০ কর্মী ও সমর্থকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে জয়পুরহাট থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, এই মামলার আসামিদের গ্রেফতার করতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী চৌমুহনী, হাঁটু ভাঙ্গা, মিতনা ও দণ্ডপানী গ্রামে অভিযান চালাচ্ছে।
অপরদিকে, শনিবার রাতভর পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে নাশকতার মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
এসআই