ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

ফাঁসি কার্যকর হওয়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বিজয় মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
ফাঁসি কার্যকর হওয়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বিজয় মিছিল ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় বিজয় মিছিল ও মানববন্ধন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিজয় মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



মানববন্ধনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি পীযূষ বন্দোপাধ্যায় বলেন, শেখ হাসিনা কথা দিয়েছিলেন তিনি যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের বিচার করবেন। তিনি তার কথা রেখেছেন।

পীযূষ বলেন, আন্তর্জাতিক মহলে আমাদের দেশের আইন নিয়ে বিভিন্ন সমালোচনা হচ্ছে। কিন্তু যে যাই বলুক এদেশের আইন আমাদের মতো করেই চলবে।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে তিনি বলেন, দক্ষিণে মেয়রপ্রার্থী সাঈদ খোকন আর উত্তরে আনিসুল হককে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে। ঢাকাকে সুন্দর ও নির্মল করতে আপনারাও তাদেরকে সমর্থন দিয়ে জয়যুক্ত করুন।

অভিনেতা এটিএম শামসুজ্জামান বলেন, এতো যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের মধ্যে মাত্র দুজনের ফাঁসি কার্যকর হয়েছে। বাকিরা লাইনে আছেন।

তিনি বলেন, বাঘে ধরলেও ছেড়ে দেয় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে ধরেন তাকে ছাড়েন না। অতএব যতই চেষ্টা করুক না কেন দেশের শত্রুর বিচার হবেই।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, উপকমিটির সদস্য বলরাম পোদ্দার, জোটের ধানমণ্ডি শাখার সভাপতি মো. হাসিব প্রমুখ।

মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে সবাইকে মিষ্টি বিতরণ করা হয়।

কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করায় বাংলাদেশ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা লীগও বিজিয় মিছিল করে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
জেডএফ/এজেডকে/টিআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।