ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

মিনারের জামিন বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৫
মিনারের জামিন বাতিল

ঢাকা: ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারকে দেওয়া হাইকোর্টের জামিন বাতিল করেছেন আপিল বিভাগ।

রোববার(১২ এপ্রিল’২০১৫) প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা এক লিভ টু আপিল নিষ্পত্তি করে এ আদেশ দেন।



আদালতে মিনারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অপর দিকে, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন।
মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, হাইকোর্ট মিনার চৌধুরীকে যে জামিন দিয়েছিলেন তা আপিল বিভাগ আজ বাতিল করেছেন। এ আদেশের ফলে তাকে কারাগারেই থাকতে হবে।

একই সাথে এ মামলার অপর আসামি জাহিদ চৌধুরীর জামিন স্থগিত করে আগামী এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

এর আগে গত ২ মার্চ মিনারের জামিন সংক্রান্ত একটি রুলের শুনানি করে বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ নেতৃত্বাধীন ২ সদস্যের হাইকোর্ট বেঞ্চ মিনার চৌধুরীকে জামিন দেন।

গত বছরের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে একরামুল হককে দিন-দুপুরে গাড়ির ভেতরে গুলি করার পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই দিনই নিহতের বড় ভাই রেজাউল হক জসিম জাতীয়তাবাদী তাঁতী দলের ফেনী জেলা শাখার আহ্বায়ক মাহতাব উদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি দেখিয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘন্টা, এপ্রিল ১২, ২০১৫
ইএস/টিএইচ/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।